মৌলভীবাজার ইসলামিক স্কুল একটি স্মার্ট ও ব্যতিক্রমী স্কুল। শিক্ষা ও গবেষণামূলক সংগঠন ‘সেন্টার ফর মৌলভীবাজার এডুকেশন এন্ড রিসার্চ (CMER) এর উদ্যোগে ২০২৬ সনের জানুয়ারী মাস থেকে এটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। CMER একদল শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগীদের প্লাটফর্ম। প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো কাটিয়ে উঠে Quality Education নিশ্চিত করার লক্ষ্যে এর প্রথম উদ্যোগ ‘মৌলভীবাজার ইসলামিক স্কুল’। এই স্কুল প্রতিষ্ঠার বহুমাত্রিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- তথাকথিত A+ পাওয়ার প্রতিযোগিতা থেকে বের হয়ে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের প্রতি গুরুত্ব দেয়া। তা ছাড়া জীবনের যে মহৎ উদ্দেশ্যে মানুষ দুনিয়াতে আগমন করেছে সেই আত্মপরিচয়ের সন্ধানে শিক্ষার্থীদের চালিত করাও এর উদ্দেশ্যে। যার ফলে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ তৈরি করতে ‘মৌলভীবাজার ইসলামিক স্কুল (MIS) ভূমিকা পালন করছে।
আমাদের প্রতিষ্ঠানটি একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় পরিবেশে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানেই সকল পাঠ সম্পন্ন করা হয়। কোন হোমটাস্ক থাকে না, কোন প্রাইভেট/কোচিং পড়ার প্রয়োজন হয় না। কোন রকম শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা হয় না।
কম মেধাসম্পন্ন ও অমনোযোগী শিশুদের জন্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করে থাকি। সন্তানের পড়াশুনার অগ্রগতি ও অন্যান্য বিষয়ে অভিভাবকগণকে সম্পৃক্ত করে থাকি।
স্কুলের ও বাসার পরিবেশকে শিশুর শিক্ষাগ্রহণ ও চরিত্র গঠণের অনুকূল হওয়া নিশ্চিতকরণ করে থাকি। শিক্ষার সকল স্তরে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে থাকি।